নাহিদকে ফিটনেস ধরে রাখার পরামর্শ দিলেন ওয়ালশ

Share Now..

সম্প্রতি বল হাতে দারুণ ছন্দে রয়েছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তরুণ এই টাইগার পেসার। এতে উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছেও বাহবা পেয়েছেন নাহিদ। ফর্ম ধরে রাখতে এই টাইগার পেসারকে কিছু পরামর্শ দিয়েছেন ওয়ালশ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, ‘জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। আমিও যেসব দেশে যাচ্ছি নতুন নতুন (বিষয়) শিখছি। শিক্ষার কোন শেষ নেই তো, আমি এখানে এসেও শিখতেছি। এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিৎ সেটা জানতে পারছি।’ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতা নিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের একাদশে না ছিলেন না নাহিদ। তবে দ্বিতীয় টেস্টে ফিরে গতির ঝড় তোলেন তরুণ এই টাইগার পেসার। প্রথম ইনিংসে নিয়েছেন আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার (৫ ‍উইকেট), পরের ইনিংসে নেন আরও এক উইকেট। তরুণ এই পেসার সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ টেস্টে ২০টি উইকেট শিকার করেছেন। একটি ওয়ানডে খেলেন ২ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *