না ফেরার দেশে চলে গেলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্রের পরিচালক

Share Now..

হলিউড সিনেমার নির্মাতা রিচার্ড ডোনার মারা গেছেন। সোমবার (৫ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স ছিলো ৯১ বছর। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী লরেন শুলার ডোনার।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হলিউডের অনেকেই। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোক জানিয়েছেন তার সহকর্মীরা।
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন রিচার্ড ডোনার। ১৯৫৭ সালে ক্যরিয়ার শুরু করেন রিচার্ড। টেলিভিশন সিরিজ নির্মাণের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তার। পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম রয়েছে রিচার্ড ডোনারের। তিনি প্রথম নির্মাণ করেন ১৯৭৬ সালে। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো- দ্য ওমেন, সুপারম্যান, দ্য গুনিজ, ডোনার কাট, সুপারম্যান-২, ম্যাভেরিক ইত্যাদি।প্রযোজক হিসেবে তিনি লগ্নি করেছেন ‘ওমেন থ্রি’, ‘দ্য লাস্ট বয়েজ’, ‘ডেলিরিয়াস’, ‘এক্স-মেন’, ‘এক্স-মেন অরিজিনাল’, ‘ফ্রি উইলি ইত্যাদি। তিনি অর্ধশত টেলিভিশন সিরিজ নির্মাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *