নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

Share Now..

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত ওই তরুণের নাম উইন রোজারিও (১৯)। স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) বিকেলের দিকে কুইন্সে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। খবর নিউইয়র্ক টাইমস।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিহত ওই তরুণ মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন। উইনের পরিবার দশ বছর আগে বাংলাদেশ ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তার।

পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মানসিক যন্ত্রণায় থাকা ওই তরুণের ব্যাপারে ৯১১ নম্বরে ফোনকল পেয়ে দুই পুলিশ সদস্য ওই বাসায় যান। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খলা ও বিপজ্জনক হয়ে ওঠে। পুলিশ সদস্যরা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রয়ার থেকে জোড়া কাঁচি বের করে পুলিশের দিকে আসেন। তখন দুই পুলিশ সদস্যই গুলি ছুড়ে তাকে বশে আনেন। এর আগে তার মা তাকে থামাতে এগিয়ে এসেছিলেন। ওই মুহূর্তে আত্মরক্ষার্থে পুলিশের গুলি ছোড়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা চেল।

তবে, নিহত তরুণের ভাই এই গুলি চালানোর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, তার মা ছেলেকে আটকাচ্ছিলেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, পুলিশ অফিসারদের তাদের বন্দুক থেকে গুলি করার দরকার ছিল না।

রোজারিওকে কতটি গুলি করা হয়, সে বিষয়ে তিনি কিছু বলেননি। পরিবার অবশ্য বলেছে, তাকে ছয়টি গুলি করা হয়। পুরো ঘটনার দৃশ্য পুলিশ সদস্যদের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানান জন চেল। তবে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে পুলিশ গুলি চালানোর পরপরই উইন রোজারিওকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি আমেরিকান একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে জানান, যদি কেউ সামান্য একটি কাটা চামচ নিয়ে পুলিশের দিতে তেড়ে আসে, তাহলে পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়ে তাকে হত্যা করতে পারবে। এটিই নিউইয়র্ক সিটির আইন।

2 thoughts on “নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • March 28, 2024 at 3:28 pm
    Permalink

    Hey there You have done a fantastic job I will certainly digg it and personally recommend to my friends Im confident theyll be benefited from this site

    Reply
  • March 28, 2024 at 7:38 pm
    Permalink

    В последнее время даркнет, вызывает все больше интереса и становится объектом различных дискуссий. Многие считают его скрытой областью, где процветают преступные поступки и нелегальные операции. Однако, мало кто осведомлен о том, что даркнет не является закрытой сферой, и вход в него возможен для любого пользователя.

    В отличие от открытого интернета, даркнет не допускается для поисковых систем и обычных браузеров. Для того чтобы получить к нему доступ, необходимо использовать специальные программы, такие как Tor или I2P, которые обеспечивают анонимность и криптографическую защиту. Однако, это не означает, что даркнет закрыт от общественности.

    Действительно, даркнет открыт для всех, кто имеет желание и возможность его исследовать. В нем можно найти разнообразные материалы, начиная от обсуждения тем, которые не приветствуются в стандартных сетях, и заканчивая возможностью посещения специализированным рынкам и сервисам. Например, множество блогов и форумов на даркнете посвящены темам, которые считаются табу в обычных средах, таким как государственная деятельность, вероисповедание или криптовалюты.

    Кроме того, даркнет часто используется сторонниками и репортерами, которые ищут способы обхода цензуры и защиты своей анонимности. Он также служит платформой для свободного обмена информацией и концепциями, которые могут быть подавимы в странах с авторитарными режимами.

    Важно понимать, что хотя даркнет предоставляет свободу доступа к информации и возможность анонимного общения, он также может быть использован для незаконных целей. Тем не менее, это не делает его закрытым и неприступным для любого.

    Таким образом, даркнет – это не только скрытая сторона сети, но и пространство, где каждый может найти что-то интересное или пригодное для себя. Важно помнить о его двойственности и разумно использовать его и осознанием возможных рисков.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *