নিউজিল্যান্ডের ‘বিদায়ঘণ্টা’ বাজিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

Share Now..

বিশ্বকাপ শুরু আগে ফেভারিটের তালিকায় ছিল নিউজিল্যান্ড। এবারের আসরেও অনেকেই শেষ চারে রেখেছিল কিউইদের। তবে টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই প্রায় ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। আফগানদের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরেছে কেন উইলিয়ামসের দল। অন্যদিকে টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (১৩ জুন) ত্রিনিদাদের বায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৩০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ক্যারিবিয়ানরা।

এরপর আকিল হোসেনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শেরফান রাদারফোর্ড। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রাদারফোর্ড।

তার ফিফটিতে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট নেন ৩টি উইকেট। 

১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৫৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা। গ্লেন ফিলিপস লড়াই করলেও অন্যপ্রান্তে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।

আলজারি জোসেফ ও গুডাকেশ মোটের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ফিলিপস ৩৩ বলে ৪০ ও জিমি নিশাম ১২ বলে করেন ২১ রান। ক্যারিবিয়ানদের পক্ষে জোসেফ ৪টি ও গুডাকেশ নেন ৩টি উইকেট।  

One thought on “নিউজিল্যান্ডের ‘বিদায়ঘণ্টা’ বাজিয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

  • June 13, 2024 at 12:24 pm
    Permalink

    I’m gone to convey my little brother, that he should also pay a visit this website on regular
    basis to obtain updated from hottest news update.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *