নিখোঁজ জেলের অর্ধগলিত লাশ ৩ দিন পর সুন্দরবন থেকে উদ্ধার
\ কয়রা (খুলনা) প্রতিনিধি \
কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখ সরদার সরদার পাড়া গ্রামের জব্বার শেখার ছেলে নুর ইসলাম ২৫ নভেম্বর গাভীর রাতে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে ফিরে আসার সময় মাল বাহি কার্গো জাহাজ ও নৌকার মুখোমুখি সংঘর্ষে তিনি নিখোঁজ হন। বন বিভাগ, নৌ-পুলিশ ও নিখোঁজ জেলের আত্মীয় স্বজনরা তিনদিন যাবত বহু খোঁজা-খুজির পর ২৮ নভেম্বর দুপুর আনুমানিক ১১ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগ অধীনস্থ এলাকা বজবজা নদীর নলবুনিয়া খালে থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। নূর ইসলাম ২ ছেলে, মেয়ের পিতা। উল্লেখ্য গত ২১ নভেম্বর কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে কাঁকড়া ধরার পারমিট নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরে বাড়ি ফেরার সময় এই দূর্ঘটনা ঘটে। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম বলেন সুন্দরবনের খাল থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।