‘নিজের ইন্সট্রুমেন্টাল তৈরির কাজ চলছে’

Share Now..

‘এই জায়গাতেই আমার ভাগ্য খুবই ভালো। আমি যাদের সঙ্গে ড্রামার হিসেবে কাজ করছি তাদের সঙ্গে এরইমধ্যে দেশের বাইরে পারফর্ম করেছি। সামনেও আমেরিকাসহ একাধিক দেশে যাওয়ার কথা আছে।’—মিউজিশিয়ানদের কাজের সুযোগ কম দেওয়া হয় কি-না-এমন প্রশ্নে এভাবেই নিজের অবস্থার কথা জানান ড্রামার মিথুন।

বর্তমানে বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে কাজ করছেন বলেও জানান তিনি। মিথুন বলেন, ‘আমি এখন কাজ করছি পারভেজ ভাই ও মিলার সঙ্গে। পাশাপাশি গান বাংলা ও বেঙ্গল বয়েজ ব্যান্ডের সাথেও কাজ চলছে নিয়মিত। এর বাইরে আমি কাজ করেছি পথিক নবী, পান্থ কানাই, আর্কের হাসান, পিন্টু ঘোষ, তাহসান, ক্লোজআপের রিঙ্কু, কিরণ চন্দ্রসহ অনেকের সাথে।’

এদিকে অনেকেই বলে থাকেন গানবাংলার মতো আয়োজনগুলো বিদেশি যন্ত্রশিল্পী নির্ভর। এতে দেশের মিউজিশিয়ানরা কাজ বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে মিথুন বলেন, ‘এটা তো তাপস স্যারের সঙ্গে একটা সুন্দর পরিকল্পনা বাংলা গান বিশ্বের বুকে তুলে ধরার। যখন এই প্লাটফর্মে বাইরের দেশের মিউজিশিয়ানরা আসছেন তখন আমরাও তাদের কাছ থেকে শিখতে পারছি।’

অন্যদিকে এরইমধ্যে একাধিক মিউজিশিয়ান নিজেদের ইন্সট্রুমেন্টাল প্রকাশ করেছেন। যা বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। সেই জায়গা থেকে বিষয়টি নিয়ে মিথুন কেমন পরিকল্পনা করছেন-এমন কথায় তিনি বলেন, ‘হ্যাঁ, আমারও নিজের কিছু ইন্সট্রুমেন্টাল ভিডিওর কাজ চলছে। শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে। আমরা কয়েকজন ড্রামার একসঙ্গে কাজগুলো হাতে নিয়েছি। দেখা যাক!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *