নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযোগ পেলেই অভিযান

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহে নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সোমবার (২ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ঝিনাইদহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ভোক্তা সংরক্ষণ আইন, ভোক্তা সচেতনতা ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক শরিফা খাতুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ঝিনাইদহ ক্যাবের সভাপতি অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়, সচেতন নাগরিক সমাজের (সনাক) সভাপতি সাইফুল মাবুদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। পণ্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখা হয়েছে। ভোক্তার যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন তাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পণ্য ও সেবা পাওয়ার জন্য ভোক্তাকে সচেতন ভাবে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। বাজারে অনিয়ম ও যেকোনো কারসাজির তথ্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ প্রশাসনকে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *