নিয়ম বহির্ভূত টাকা চাওয়ায় জনগণের তোপের মুখে কোটচাঁদপুরের সাব রেজিস্ট্রার

Share Now..

\ কোটচাঁদপুর সংবাদদাতা \
নিয়ম বহিরভূত অতিরিক্ত টাকা নিয়ে কোটচাঁদপুরে দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রারের মধ্যে দরকষাকষিতে ক্ষোভে দলিল লেখা বন্ধ করে দেন লেখকরা। এতে করে বে-কায়দায় পড়েন বিভিন্ন এলাকা থেকে জমি রেজিষ্ট্রি করতে আসা ভুক্তভোগীরা। পরে উপজেলা নির্বাহ অফিসের সমঝোতায় শুরু হয় কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুই দিন জমি রেজিস্ট্রি করা হয়। এ অফিসে জমি রেজিষ্ট্রি করেন সাব-রেজিস্ট্রার তামিম আহম্মেদ চৌধুরী। বুধবার (৫ ফেব্রæয়ারি) সকালে সাব-রেজিস্ট্রার অফিসে এসে ডাক দেন দলিল লেখকদের। এরপর উভয় পক্ষের মধ্যে চলে জমি রেজিষ্ট্রি নিয়ম বহিরভূত অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে দর কষাকষি। একপর্যায় ক্ষোভে ফেটে পড়েন দলিল লেখকরা। বের হয়ে যান অফিস থেকে। বন্ধ করে দেন দলিল লেখা। এতে করে বে-কায়দায় পড়েন জমি রেজিষ্ট্রি করতে আসা ভুক্তভোগীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের সমঝোতায় ৬ ঘন্টা পর শুরু হয় জমি রেজিষ্ট্রি কার্যক্রম। ভুক্তভোগী হরিণদীয়া গ্রামের শফিকুল ইসলাম,রাঙ্গিযারপোতা গ্রামের আবুল কালাম আজাদ বলেন,আমরা জমি রেজিষ্ট্রি করতে এসে ছিলাম। অফিস থেকে কাগজপত্র দেখে ওয়ারিশের জন্য দশ হাজার টাকা আর প্রত্যয়নের জন্য দশ হাজার টাকা দাবি করেন। সাব-রেজিষ্টার হাতে করে টাকা নেন কিনা এমন প্রশ্নে তারা বলেন, টাকা তো ওনি হাতে করে নেন না। টাকা নেন অফিসের বড় বাবু আবদুল মালেক ও ওই অফিসের টোটন নামের আরেকজন।
দলিল লেখক সমিতির সভাপতি বদর উদ্দিন বলেন,সকালে সাব-রেজিষ্ট্রার আমাদের ডাকেন। কথা হয় জমি রেজিষ্ট্রি অতিরিক্ত টাকার প্রসঙ্গে। তিনি আমাদের ওয়ারিশের জমির দলিলে টাকা বাড়িয়ে দিতে বলেন। এছাড়া বিভিন্ন ধরনের অজুহাতে টাকা নিয়ে দিতে বলেন জমি রেজিষ্ট্রি করতে আসা ভুক্তভোগীদের কাছ থেকে। আগে কত করে টাকা নেয়া হত, এমন প্রশ্নে তিনি বলেন,আগে পাঁচ হাজার টাকা নেয়া হত। এখন আরো বাড়িয়ে দিতে বলছেন। যা আমোদের পক্ষে আদৌ সম্ভব না। আর প্রত্যয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যয়নে টাকার কোন ধরা বাধা নিয়ম নাই। এদিকে সাব-রেজিষ্ট্রার তামিম আহম্মেদ চৌধুরীর তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সকালে লেখকদের ডেকে ছিলাম জমি রেজিষ্ট্রির বিষয় নিয়ে কথা বলতে। আমি ওনাদের একটা কথা বলায় ওনারা তাতে রাজি হননি। এরপর আমি লেখকদের চলে যেতে বল্লে ওনারা বাইরে গিয়ে ক্ষোভ দেখান। পরে তারা দলিল লেখা বন্ধ করে দেন। এতে করেই বাধে বিপত্তি। পরে জমি রেজিষ্ট্রি করতে আসা মানুষেরা ক্ষিপ্ত হয়ে যান। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) অপু কুমার বিশ্বাস বলেন, ওসি স্যার আমাকে বলেন সাব-রেজিষ্ট্রি অফিসে ঝামেলা হচ্ছে। এ খবরে আমি ঘটনাস্থলে আসি। এরপর এসে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পায়। এখনও পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনাটি নিয়ে ইউএনও স্যারের অফিসে সভা হচ্ছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, ওই ঘটনার ভিকটিম সাব রেজিস্টার। আপনারা ওনার সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই। আর কোন মন্তব্য করতেও চাই না। এরপর তিনি সাব-রেজিস্ট্রারকে সাংবাদিকদের ভাল করে খাইয়ে দিতে বলেন।

5 thoughts on “নিয়ম বহির্ভূত টাকা চাওয়ায় জনগণের তোপের মুখে কোটচাঁদপুরের সাব রেজিস্ট্রার

  • February 5, 2025 at 5:50 pm
    Permalink

    Hello would you mind letting me know which webhost you’re utilizing?
    I’ve loaded your blog in 3 completely different web browsers and I must say this blog loads a lot quicker then most.
    Can you suggest a good web hosting provider at a fair price?
    Cheers, I appreciate it!

    Reply
  • February 5, 2025 at 8:05 pm
    Permalink

    Heya i’m for the first time here. I found this board and I find It
    really useful & it helped me out much. I hope to give something back and help others like
    you aided me.

    Reply
  • February 6, 2025 at 2:36 am
    Permalink

    مرحبًا بكم في كازينو YYY، حيث تلتقي التقاليد بالفخامة في عالم الألعاب عبر الإنترنت.

    نحن لسنا مجرد كازينو؛ نحن احتفال بالثقافة، مصمم خصيصًا للاعبين العرب.

    من تصميم واجهة المستخدم الفخمة إلى اللمسة الشخصية في دعم
    العملاء، كل تفصيل في كازينو YYY مصمم لجعلك تشعر بالتقدير
    والألفة.

    في كازينو YYY، استمتع بمجموعة متنوعة من
    الألعاب التي تمزج التراث الغني
    بالتكنولوجيا الحديثة. سواء كنت تدور البكرات في أحدث الفتحات لدينا أو تشارك في لعبة بكارات الخالدة،
    كل لحظة هنا مصممة لتكون لا تنسى.

    استمتع بمكافآت حصرية تعزز تجربتك في اللعب، وتجربة خدمة
    عملاء تضعك في المقام الأول دائمًا.
    سواء كنت تخوض عالم الكازينو عبر الإنترنت للمرة الأولى أو
    كنت متحمسًا خبيرًا يبحث عن تجربة مكررة، يعدك كازينو YYY بالإثارة والأناقة في كل نقرة.

    نجح كازينو YYY UAE في ترسيخ اسم قوي في عالم القمار عبر الإنترنت، خاصة بين
    الناطقين بالعربية. تأسس في عام 2018 وحاصل على ترخيص من قوانين كوراكاو، يمثل
    YYY Casino مزيجًا من التقاليد والحداثة، مصممًا لتلبية احتياجات المقامرين
    المتنوعين.

    تغوص مراجعتنا في الميزات التي تجعل من كازينو
    YYY الخيار الأمثل للاعبين في الإمارات وحول العالم، مع التركيز على المكافآت،
    وعروض الألعاب، ودعم العملاء، ومنصة سهلة الاستخدام.

    الأمان ليس مجرد ميزة؛ إنه وعدنا.

    في كازينو YYY، العب براحة بال، مع العلم أن بياناتك ومعاملاتك محمية بأحدث إجراءات الأمان.
    منصتنا بديهية، مما يتيح للمبتدئين والمقامرين ذوي الخبرة
    التنقل بسهولة والعثور على ألعابهم المفضلة بسرعة.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *