নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো সিরিজ খেলবে না পাকিস্তান
Share Now..
এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোন হোম সিরিজ খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। বোর্ডের এক কর্মকর্তা বলেন, তার দেশ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পুরোপুরি নিরাপদ। যে কারণেই এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোন হোমস সিরিজ খেলবে না পাকিস্তান দল।
তিনি জানান, নিরাপত্তার দিক থেকে পাকিস্তান এখন অনেক ভাল অবস্থায় আছে। ফলে নিরপেক্ষ ভেন্যুতে আর কোন ‘হোম’ সিরিজ খেলবে না পাকিস্তান।
সম্প্রতি নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বোর্ড থেকে নিরপেক্ষ ভেন্যুতে বাতিল হওয়া সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয়া হয় পাকিস্তানকে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান।