নির্বাচনী প্রচারণায় ভক্তদের অনুরোধে ফের ‘ডিগবাজি’ দিলেন জায়েদ খান
ডিগবাজিকাণ্ডে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান নেত্রকোনায় এসে ভক্তদের অনুরোধে আবারও ডিগবাজি দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার আগে তিনি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের নির্বাচনী প্রচারণা শেষে কেন্দুয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ‘ডিগবাজি’ দেন তিনি।
এর আগে ওই মঞ্চে তিনি নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থনে বক্তব্য দেন এবং বক্তব্য শেষে বেশ কয়েকটি গানের অংশ বিশেষ উপস্থিত ভক্তদের গেয়ে শোনান জায়েদ খান।
জায়েদ খান তার বক্তব্যে বলেন, ৭ জানুয়ারি আপনারা সকলেই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কারো ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।
এ সময় নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, বরেণ্য শিল্পী বাউল সালাম সরকার ও ফকির সাহাবুদ্দিনসহ স্থানীয় শিল্পী এবং আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।