নির্বাচনে জয়লাভের ৩৪ মাস পর শফথ নিলেন শ্রমিক নেতা দাউদ হোসেন

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
নির্বাচনে জয়লাভ করার প্রায় ৩৪ মাস পর শফথ নিলেন ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ট ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দাউদ হোসেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কস্থ শ্রমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে শফথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সিদ্দিকী, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন সাগর, শ্রমিক নেতা মামুনুর রশিদ বাচ্চু, আবু হাসান, বশির উদ্দীন, হাফিজ উদ্দীন মোশাররফ হোসেন, জালাল উদ্দীন, আনু মন্ডল মন্টু, সম্ভু নাথ চক্রবর্তী, লায়ন হাসান বিপুল, নয়ন হোসেন মিন্টু, আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, তোতা মিয়া ময়েনুদ্দীন ময়না ও কালাম মিয়া প্রমুখ। উল্লেখ ২০১৯ সালের ১৪ আগষ্ট ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ট ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ২০ ভোট পেয়ে দাউদ হোসেন সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত হয়ে সভাপতি প্রার্থী মাসুদ রানা আদালতে মামলা করেন। ফলে বিজয়ী হয়েও শফথ নিতে পারেননি নির্বাচিত সভাপতি দাউদ হোসেন। অবশেষে গত ১৩ জুন বাদী তার মামলা প্রত্যাহার করে নিলে সভাপতি দাউদ হোসেনের শফথ গ্রহনের পথ সুগম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *