নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই, তবে অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে-গণ অধিকার পরিষদ সভাপতি-নূর

Share Now..

\ ঝিনাইদহ অফিস \
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই। তবে অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। বর্তমান সরকার এখনও বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসররা বিভিন্ন পদে বসে আছে। সরকারের দুর্বলতা থাকলে রাজনৈতিক দলের পরামর্শ নিন। ১৫ বছর ধরে মাফিয়া, দুবৃত্তরা জনগণের মাথায় চেপে বসেছিল। বিএনপি জামায়াত সহ সকল আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল রাজপথে ছিলাম। কোটা সংস্কারের আন্দোলনে ছিলাম। হামলা মামলার শিকার হয়েছি। শেখ হাসিনা বলতেন ১৮ কোটি মানুষকে তিনি খাওয়ান, ড. ইউনুসকে পদ্দায় ফেলে দিতে চেয়েছিলেন। জেলে ভরতে চেয়েছিল। অথচ ছাত্র-জনতার আন্দোলন মুক্তির আন্দোলনে পরিণত হলে তিনি নিজের জুতা ফেলে ভারতে পালিয়ে যায়। জুতা নিয়েও পালাতে পারেনি। এখন আবার নতুন নতুন চাঁদাবাজ দখলদার তৈরী হচ্ছে তাদের রুখে দিতে হবে। আমরা আমাদের মনের মত রাষ্ট্র সাজাতে চায়। তিনি বলেন আমরা পরিবর্তনের কথা বলছি , তাই নিজেদের পরিবর্তন হতে হবে। শনিবার (১৯ অক্টোবার) বিকালে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ভিপি নূর আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের নেতা-কর্মিরা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে। জনগণের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এমপি-মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি কিনেছে। ৪০/৫০ লাখ টাকা ছাড়া এসপি পদায়ন হয়নি। স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। এগুলো বন্ধ করতে হবে। এখন এই পদায়নে টাকা লাগেনা। এখন ওসি, এসপি, ডিসি ঘুস খেলে ব্যবস্থা নিতে হবে। সাধারণ জনগণকে এসপি, ডিসির সাথে সহজে দেখা করে সমস্যার কথা বলার ব্যবস্থা করতে হবে। রানীতিতে জমিদারি প্রথা বন্ধ করতে হবে। নেতার ছেলে এমপি-মন্ত্রী হবে ,নেতা হবে এসব চলবেনা। যার মেধা আছে, সততা আছে, যোগ্যতা আছে সে রাজনীতি করবে। টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বন্ধ করতে হবে। পরিশেষে তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনতার উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহের সন্তান হিসেবে তার সাথে থাকার আহবান জানান। জেলা আহবায়ক প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আযোজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহের সন্তান ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ঝিনাইদহ জেলা ও উপজেলা ও পাশ^বর্তী জেলা থেকে আমন্ত্রীত নেতৃবৃন্দ।

2 thoughts on “নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা ও তাড়াহুড়া নেই, তবে অন্তর্বর্তী সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে-গণ অধিকার পরিষদ সভাপতি-নূর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *