নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’, থাকছেন এলিনা শাম্মীও

Share Now..

নতুন বছরের দ্বিতীয় দিনেই শুরু হলো ‘সিন্ডিকেট’ ওয়েবের শুটিং। ক্রাইম থ্রিলার এ সিরিজে অভিনয় করছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ। দুজনেই রবিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। এরমধ্যে জানা গেলো, নতুন করে এই সিরিজে যুক্ত হয়েছেন এলিনা শাম্মী।

নতুন বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত এলিনা শাম্মী। বললেন, ‘প্রথমত এটা চরকিতে আসছে, দ্বিতীয়ত এটা নির্মাণ করছেন শিহাব শাহীন। এছাড়া এই সিরিজে কাজ করছেন অনেক নামী অভিনয়শিল্পী। বছরের শুরুতে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি অনেক ভালো কিছু হবে।
শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ‘সিন্ডিকেট’শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে। এর বেশি এখন কিছু বলতে চাই না।ঢাকা ছাড়াও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত এ সিরিজে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, বড়দা মিঠু প্রমুখ।

One thought on “নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’, থাকছেন এলিনা শাম্মীও

  • February 11, 2024 at 4:04 pm
    Permalink

    Some private photo files you delete on your phone, even if they are permanently deleted, may be retrieved by others.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *