নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়া-ভারত লেনদেন স্কিম
Share Now..
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বাণিজ্য করার পরিকল্পনা করছে ভারত। এর আওতায় নতুন এক লেনদেন পরিকল্পনা করছে দেশোটির সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনার আওতায় রুপি-রুবলে বাণিজ্য করবে দুই দেশ। এতে করে রাশিয়ার থেকে সহজেই কম দামে তেল পাবে দিল্লি।
এটি বাস্তবায়নের জন্য ভারতের আমদানিকারকদের দেশটিতে অবস্থিত রুশ ব্যাংকে রুপি দেবে। তারপর সেই ব্যাংক থেকে রুবলে অর্থ পাবেন রুশ রফতানিকারকরা। কিন্তু ভারতের রফতানির তুলনায় আমদানি বেশি হওয়ায় সমস্যাও আছে।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা সমাধানে ভারতকে রফতানি বাড়াতে হবে। বিশেষ করে কৃষি যন্ত্রাংশ, ওষুধ, আসবাবপত্রসহ অন্যান্য পণ্য রাশিয়াতে রফতানি করার ভালো সুযোগ আছে ভারতের