নিয়ম রক্ষার ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি ভারত
Share Now..
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আর কিউইদের সহজ জয়ে কপাল পুড়েছে ভারতের। তাই সোমবার (৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার।
দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ভারত ও নামিবিয়ার ম্যাচটি। এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচও এটি।
ভারতীয় ক্রিকেট
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারে তারা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হয় ভারত। এরপর আফগানিস্তানকে ৬৬ রানে এবং স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে খেলার পথে টিকে থাকে ভারত।