নেইমারের প্রতি আগ্রহ দেখায়নি ম্যানচেস্টার সিটি
প্রাক মৌসুমের প্রস্তুতি নিতে বর্তমানে জাপান সফরে রয়েছে পিএসজি। দলটির সঙ্গেই আছেন নেইমার। কিন্তু প্যারিসিয়ানদের নতুন অ্যাওয়ে কিটের ফটোসেশসে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দেখা যায়নি। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি নেইমারকে এই গ্রীষ্মেই বিক্রি করে দেবে পিএসজি?
এমন গুঞ্জনের মধ্যেই এবার নতুন খবর সামনে এলো।লে প্যারিসিয়ানের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভাবে দলে ভেড়াতে চায় পিএসজি। বিনিময়ে নেইমারকে সিটির কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে ফরাসি জয়ান্টরা।
তবে সেই প্রস্তাবে সিটি বস পেপ গার্দিওয়ালা সাড়া দেননি বলেই খবর। নেইমারের প্রতি কোনো আগ্রহ দেখাননি তারই সাবেক গুরু।যদিও পিএসজির নতুন কোচ ক্রিস্টোফে গালতিয়ের নেইমারকে হারাতে চান না। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা ভিন্ন। তারা ভালো কোনো প্রস্তাব পেলে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ছেড়ে দিতে প্রস্তুত।