নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) সকালে শহরের হাটের রাস্তা এলাকায় জেলা বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখান থেকে আবারো বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশ শেষে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, পুলিশ বাহিনী এখন দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। তাই মিছিল, মিটিং, সমাবেশ ও বাক ব্যক্তি স্বাধীনতা হরণ করে এই ফ্যাসিষ্ট সরকার এরশাদের চেয়েও ভয়ংকর হয়ে উঠেছে। সমাবেশে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, ও আবুল বাশার বাশিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নাশকতা মামলায় আটক হওয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীসহ সকলের মুক্তির দাবী জানান। উল্লেখ্য গত সোমবার নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১৩ নেতাকর্মী জামিন মঞ্জুর না করে জেল হাজলে পাঠায় সদর আমলী আদলতের বিচারক। এ ঘটনার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *