নৈশভোজের পরেই সাত শতাধিক কর্মী অসুস্থ

Share Now..

ফ্রান্সে বড়দিন উপলক্ষ্যে নৈশভোজের আয়োজন করেছিল এয়ারবাস আটলান্টিক। কিন্তু ঐ নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়েন প্রতিষ্ঠানের সাত শতাধিক কর্মী। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য সংস্থা এআরএস জানিয়েছে, ফ্রান্সের পশ্চিমাঞ্চলে মহাকাশ-বিষয়ক সংস্থার কর্মীরা ঐ নৈশভোজের পর বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। কী কারণে ঐ নৈশভোজের পর এমনটা হলো তা এখনো নিশ্চিত নয়। উত্সবের আমেজ কর্মীদের কাছে যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী কাজ করছে।

ঐ খাবারের ম্যানুতে কী ছিল বা কী কারণে কর্মীরা অসুস্থ হয়ে পড়লেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এআরএসের পক্ষ থেকেও কর্মীদের অসুস্থতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ঐ কর্মীরা বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। 

সংস্থাটি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার উত্স খুঁজে বের করতে তদন্ত শুরু হচ্ছে। বিশ্বব্যাপী এয়ারবাসের ১ লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। বিমান, হেলিকপটার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা শিল্পের পণ্য ও পরিষেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সে অপর এক ঘটনায় বোর্দেক্সের একটি রেস্তোরাঁয় খাবার গ্রহণের পর বেশ কয়েক জন লোক অসুস্থ হয়ে পড়েন। সে সময় একজন গ্রিক নাগরিক মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *