নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন-এমপি চঞ্চল
\ মহেশপুর পৌর প্রতিনিধি \
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, আবারও আপনারা নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আমরা শান্তি চায়, আমরা এলাকার উন্নয়ন চায়, তিনি বিএনপিদের উদ্দেশ্যে বলেন আপনাদের যদি এতো জনপ্রীয়তা থাকে তাহলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা না করে নির্বাচনে আসেন। কার কত জনপ্রীয়া দেখা যাবে। রোববার (১২ নভেম্বর) বিকালে ঝিনাইদহের মহেশপুরর বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া থেকে মকরধসপুর পিচি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। মহেশপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহারিয়ার আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইন্তাদুল ইসলাম ইন্তা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর রহমান প্রমুখ।