পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের পটিয়ার হরিণখাইন এলাকায় দুই বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।নিহতরা হলেন শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)।আহতরা হলেন আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২)।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সকালে চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়কে হরিণখাইন এলাকায় হানিফ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আট জন আহত হন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শাহিদা ও আব্দুল হামিদ নামে দুজনকে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ছয় জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পটিয়া ভেল্লাপাড়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ হিমাংশু বিকাশ সরকার জানান, হতাহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Discover endless possibilities—start your journey! Lucky Cola
Master your skills and rise to the top of the rankings! Lucky Cola