পদ্মায় গোসলে নেমে রাজশাহীতে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যু

Share Now..

এক দিনের ব্যবধানে রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে আবারও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ৯ দিনে রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে এ নিয়ে মোট নয়জনের মৃত্যু হলো। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার শ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ ঘটনাটি ঘটে। 

মৃতরা হলেন ঐ এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪), এবং লিটনের ছেলে আরিফ (১৪)। তারা সবাই কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। 

নুরুজ্জামান রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আরিফ জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসা ছাত্র ও যুবরাজ চর বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 

জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্কুলপড়ুয়া ৭ বন্ধু পদ্মায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বাকিরা 
নদীর পাড়ে উঠতে পারলেও যুবরাজ, নুরুজ্জামান ও আরিফ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ৩ শিশুর নিখোঁজের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তিন শিশুর লাশ উদ্ধার করে।আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *