‘পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান সফল করাই এখন আমাদের বড় কাজ’
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান সফল করাই এখন আমাদের বড় কাজ। পদ্মা সেতু দক্ষিণবঙ্গ বিশেষ করে শিবচরের অর্থনীতি মুক্তির সোপান। বর্তমান শিবচর আর পদ্মা সেতু উদ্বোধনের পর শিবচর হাজার গুনে ব্যতিক্রম হবে। যা আমরা কল্পনাও করিনি। তাই সকলে মিলে আগামী ২৫ জুন সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করবো এটাই আমাদের কাম্য। বৃহস্পতিবার (২ জুন) শিবচর উপজেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জেলেদের মাঝে ভ্যান ও গবাদিপশু বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, শিবচরে জেলে না হয়েও কিন্তু জেলে ভাতা/সুবিধা নিচ্ছে অনেকে। এতে প্রকৃত জেলেরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা মৎস্য অফিসের তালিকা অনুযায়ী সাড়ে ৪ হাজার ছেলেদের তালিকা রয়েছে, যা সঠিক নয়। অথচ শিবচরে কিন্তু এতো জেলে নেই। সুবিধা অনুযায়ী যাকে তাকে জেলে কার্ড দেওয়া হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জেলেদের তালিকা সংশোধন করে প্রকৃত যারা জেলে রয়েছে তাদের তালিকা করতে হবে।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা বাবু বাবুল কৃষ্ণ ওঝা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. সেলিম,
পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতাসহ আরও অনেকেই