পয়েন্ট হারিয়ে মাঠকে দুষলেন স্কালোনি
বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৩০ মিনিট দেরিতে। টানা বৃষ্টিতে মাঠের বেশির ভাগ অংশেই পানি জমে যায়। এমন মাঠে খেলানোয় ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মাঠ খেলার উপযোগী ছিল না বলে মনে করেন আলবিসেলেস্তে কোচ স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা উভয়েরই যা করার ছিল তা করেছি, তবে মাঠটি এই স্তরে দুটি দলের মধ্যে খেলার জন্য উপযুক্ত ছিল না কারণ এটি আগামীকাল খেলা হতে পারতো। কিন্তু তারা চালিয়ে গেছে।’ পরে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির সঙ্গে আলাপকালে স্কালোনি বলেন, ‘রেফারিই এই সিদ্ধান্ত নেন, আমি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এবং তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে বলটি না গড়ালে তিনি ম্যাচ বন্ধ করে দেবেন। এবং বল গড়ায়নি, এটি স্পষ্ট ছিল।’এছাড়াও এমন মাঠে খেলানোয় ক্ষোভ প্রকাশ করেছেন লিওনলে মেসি। তিনি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’