পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীর সঙ্গে যা করলেন মেসির সতীর্থ

Share Now..

গত রাশিয়া বিশ্বকাপে ছিলেন আর্জেন্টিনা দলের একজন সদস্য। মেসির সঙ্গে খেলেছেন। পত্রিকার শিরোনাম হতেন নিজের ফুটবল প্রতিভার কারণে। সেই এদুয়ার্দো ‘তোতো’ সালভিও এখন হারিয়ে যাওয়ার পথে। খবরের শিরোনাম হয়েছেন আবারও। তবে খেলার জন্য নয়, অন্য কারণে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও আর্জেন্টাইন মিডিয়াগুলো জানিয়েছে, আর্জেন্টাইন মডেল মাগালি আরাভেনার সঙ্গে ১০ বছর ধরে সংসার করছেন সালভিও। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিন্তু তারা আলাদা থাকছেন। এমন অবস্থায় গত পরশু রাতে নিজের গাড়িতে পরকীয়া করতে গিয়ে স্ত্রী আরাভেনার কাছে ধরা পড়েছেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার।

এক পর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন দু’জন। স্ত্রী তাকে আটকাতে গাড়ির সামনে চলে আসলেও সালভিও সেটি তোয়াক্কা করেননি। উল্টো জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছেন সালভিও। রাস্তার পুলিশও তাকে ধরতে পারেনি বলে অভিযোগ। সিসিটিভিতে এ দৃশ্য ধরা পড়েছে। আর্জেন্টিনার পুয়ের্তো মাদেরো অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, দুর্ঘটনার কারণে পায়ের নিচে চোট পেয়েছেন আরাভেনা। তবে হাসপাতালে নিতে হয়নি। পরে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি।

আতলেটিকো মাদ্রিদ ও বেনফিকার হয়ে দীর্ঘদিন খেলার পর ২০১৯ সালে যোগ দিয়েছিলেন বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে। এখনো সেখানেই আছেন সালভিও। আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৪ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *