পরনের লুঙ্গির ভিতর থেকে আড়াই কেজি সোনা উদ্ধার \ পাচারকারী আটক
\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার সহ আকরাম হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটকৃত সোনা পাচারকারী আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত. আব্দুস সত্তারের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বুধবার (১০ জুলাই) সকালে গোপন সূত্রে সংবাদ পাই জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্য দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নীচে এ্যাম্বুশ করে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। এসময় মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সাথে লুঙ্গির ভিতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। উক্ত প্যাকেটের ভিতর হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদলের সদস্যগণ মোটরসাইকেলসহ ৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে সুবেদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।