পরিবারের কাছ থেকে মানি অর্ডার পেয়েছেন কারাবন্দি আরিয়ান

Share Now..

পরিবারের কাছ থেকে মানি অর্ডার পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তিনি বর্তমানে মাদক মামলায় মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আছেন। আগামী বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত সেখানেই সাধারণ সেলে থাকতে হবে তাকে। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

গতকাল বৃহস্পতিবার জেল সুপার নিতিন ওয়েচাল জানিয়েছেন, তারা গত ১১ অক্টোবর আরিয়ান খানের পরিবারের কাছ থেকে ৪৫০০ রুপির মানি অর্ডার পেয়েছে। যা দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে খাদ্য এবং অন্যান্য জিনিস কিনে ব্যবহার করতে পারবেন আরিয়ান। নিয়ম অনুযায়ী, একজন কারাবন্দি সর্বোচ্চ ৪৫০০ রুপি মানি অর্ডার নিতে পারেন।

এনসিবির (মাদক নিয়ন্ত্রণ সংস্থা) যুক্তি, ২৩ বছর বয়সী আরিয়ানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। সংস্থার দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়শই মাদক কিনতেন।

তদন্তকারীরা মনে করছেন, সেই পার্টি থেকে বাকি যারা আটক হয়েছেন, তাদের মতোই ভূমিকা পালন করেছেন শাহরুখের ছেলে। যে কারণেই বুধবারও আরিয়ানের জামিনের বিরোধিতা করেন তদন্তকারীদের আইনজীবী। অন্যদিকে, শাহরুখ নিযুক্ত আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও তদন্তে কোনো প্রভাব পড়বে না। শুনানির সময় উঠে আসে সুশান্ত সিং রাজপুতের মামলার প্রসঙ্গও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *