পরীক্ষার সময় কোচিং শৈলকুপায় তিন শিক্ষককে জরিমানা
শৈলকুপা প্রতিনিধিঃ
এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং করানোর অপরাধে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রাহাতুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষক এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক কে জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই শিক্ষকদের ৩০০০ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে পত্র দেওয়া হয় এবং মাইকিংও করা হয়।
তিন শিক্ষক হলেন,আসাদুর রহমান, রেজাউল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সাদ্দার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কতিপয় শিক্ষক গোপনে কোচিং চালু রেখেছেন। তারা আইন ভঙ্গ করেছেন। তিন জনকে ১০০০ হাজার টাকা করে মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শৈলকুপা থানার এস আই প্রকাশসহ সঙ্গীয় ফোর্স।
Join the Gaming Revolution: Your Journey Starts with a Click! Lucky Cola
Ready, set, game! Join our online community and let the gaming adventures unfold! Lodibet
Get ready for non-stop action and adventure – start playing now! Lucky cola
Unlock new levels and rewards in our online games! Lucky Cola