পর্তুগাল-স্পেনে তীব্র তাপদাহ, ১,৭০০ জনের প্রাণহানি

Share Now..


ইউরোপজুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলোতে দাবানলের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। শুক্রবার (২২ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক প্রধান বলেছেন, তাপদাহে পর্তুগাল ও স্পেনে এক হাজার ৭০০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

এক বিবৃতিতে ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক প্রধান হ্যান্স বলেন, পরিস্থিতি আবার জানান দিচ্ছে ‘জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করার জন্য প্যান-ইউরোপীয় পদক্ষেপের ভীষণ প্রয়োজন।

অন্যদিকে, যুক্তরাজ্যে গরম সইতে না পেরে সমুদ্রে নেমে মৃত্যু হয়েছে ৫ জনের। বুধবার (২০ জুলাই) পর্যন্ত মাত্র চার দিনেই ১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করেছে, তাপদাহের এমন প্রবণতা ২০৬০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

ব্যাপক তাপদাহে ৭ থেকে ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে ১ হাজার ৬৩ জন মারা গেছেন বলে গত মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছেন পর্তুগালের স্বাস্থ্য মহাপরিচালক।
স্পেনের কার্লোস থ্রি ইনস্টিটিউটের মতে, গত সপ্তাহ তথা ১০ থেকে ১৭ জুলাই পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৭৮ জনের। পরিস্থিতি এতটাই নাজুক যে, মৃত্যুর প্রকৃত সংখ্যাও নির্ণয় করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *