পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, শিশুসহ নিহত ৪ 

Share Now..

অধিকৃত পশ্চিম তীরে ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। খবর আল জাজিরার।  

ইসরায়েল ও হামাসের মধ্যে গতকাল বুধবার যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে দুইজন শিশু। 

প্রতিবেদনে বলা হয়েছে, আদম সামের আল-ঘুল (৮) মাথায় গুলিবিদ্ধ হয়ে এবং বাসিল সুলেইমান আবু আল-ওয়াফা (১৫) বুকে গুলিবিদ্ধ হওয়ার পর মারা গেছে। 

ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আদ দামজের বাসিন্দাদের জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে । এ ছাড়া ইসরায়েলি বাহিনী এক বাড়িতে ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করেছে। 

ইসরায়েল এক যৌথ বিবৃতিতে বলেছে, সেনারা সশস্ত্র প্রতিরোধে জড়িত দুইজনকে হত্যা করেছে। এদের মধ্যে একজন প্রধান নেতা। তারা মুহাম্মদ জুবেইদি এবং হুসাম হানুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *