পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ১
Share Now..
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনী নিহত হয়েছে। এ অঞ্চলে ইসরায়েলি বসতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আনুমানিক ৭০০ প্যালেস্টাইনি জড়ো হয়। তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি বাহিনী। এসময় গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়, তবে তিনি আর প্রাণে বাঁচেননি।
শুক্রবার (৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আমরা একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পেয়েছি।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, অন্য ২১ জন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের গুলিতে আঘাত পায়, তাদের অধিকাংশই রাবার-টিপড বুলেট। অন্যদের টিয়ার গ্যাস শ্বাসের জন্য চিকিৎসা করা হয়েছে।