পাঁচ ঘণ্টার মধ্যে সিরিয়ায় ৬০ বার হামলা চালিয়েছে ইসরায়েল
কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়ায় ৬০ বার হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশভিত্তিক এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।সিরিয়ার বহু স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ছবি: সংগৃহীত
বৈরুত থেকে এএফপি জানিয়েছে, পাঁচ ঘণ্টার কম সময়ের ব্যবধানে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ৬১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার গভীর রাতে এনজিওটি তাদের প্রতিবেদনে বলেছে, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শুরু শনিবার সন্ধ্যায়। এদিকে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া এবং তারতাসে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র ১২ দিনের মাথায় গত ৮ ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে দেশটি।