পাঁচ বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর ২০২২ সালে
২০২২ সালে বিশ্বে অন্তত ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরান ও সৌদি আরবে রাজনৈতিক বন্দিসহ অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফল্কার টুর্ক জানান, চলতি বছর এখন পর্যন্ত ইরানে অন্তত ২০৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ ২০২২ সালে সংখ্যাটি অন্তত ৫৭৬ ছিল বলে অ্যামনেস্টি জানিয়েছে৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুন৷
‘ইরানের শাসক তাদের ক্ষমতা চলে যাওয়া নিয়ে ভীত,’ বলে মনে করেন জার্মানির জোট সরকারের অংশীদার এফডিপি দলের রাজনীতিবিদ রেনাটা আল্ট৷ তিনি জার্মান সংসদের মানবাধিকার ও মানবিক সহায়তা বিষয়ক কমিটির প্রধান৷
রাজনৈতিক স্পন্সরশিপ
গত ৭ জানুয়ারি ইরানে ২২ বছর বয়সি কারাতে চ্যাম্পিয়ন মোহাম্মদ মেহদি কারামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ ঐ দিনটি জার্মানির সবুজ দলের রাজনীতিবিদ হেলগে লিমবুর্গের জন্য ‘একটি দুঃখ ও ক্রোধের দিন৷’ কারণ তিনি কারামির ‘স্পন্সর’ ছিলেন৷ তিনি কারামিকে ব্যক্তিগতভাবে না চিনলেও তার কাছের মানুষের সঙ্গে মাঝেমধ্যে যোগাযোগ করতেন৷ এটি একধরণের রাজনৈতিক কর্মকাণ্ড৷
লিমবুর্গের মতো জার্মানি ও অন্যান্য দেশের অনেক রাজনীতিবিদ ইরান ও অন্যান্য দেশের বন্দিদের স্পন্সর হয়েছেন৷ এভাবে বন্দিদের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয় বলে ডয়চে ভেলেকে জানান রেনাটা আল্ট৷ এমনটি না করলে আরও অনেক বন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলে মনে করেন তিনি৷
আরও তথ্য
২০২২ সালে সৌদি আরবে ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ এর মধ্যে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আছে৷ ২০২১ সালে সংখ্যাটি ছিল ৬৫৷ ২০২২ সালে বিশ্বে মোট মৃত্যুদণ্ড কার্যকরের ৮০ শতাংশের বেশি হয়েছে ইরান ও সৌদি আরবে৷
গতবছর মোট ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ মাথা বিচ্ছিন্ন করে, ঝুলিয়ে, গুলি করে কিংবা সরকার অনুমোদিত কেন্দ্রে বিষ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷
ম্তৃ্যুদণ্ড কার্যকর হওয়া প্রতি তিনজনের একজনকে মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷
চীনের তথ্য নেই
অ্যামনেস্টির হিসেবে চীন, ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার তথ্য নেই৷ চীনে প্রতিবছর কয়েক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে ধারণা করা হয়৷ তবে চীন এসব তথ্যকে রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে দেখে৷ ভিয়েতনাম ও উত্তর কোরিয়ায়ও অনেক মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে মনে করা হয়৷
মৃত্যুদণ্ডের বিধান বাতিল
২০২২ সালে আরও ছয়টি দেশ মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বা আংশিক বাতিল করেছে৷ এর মধ্যে আফ্রিকার দেশ সিয়েরা লিওন ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বাতিল করেছে৷
২০২২ সালের শেষ পর্যন্ত ১১২টি দেশ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে৷
বাংলাদেশ প্রসঙ্গ
২০২২ সালে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ ১৬৯ জনের বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে৷ ২০২২ সালের শেষ পর্যন্ত মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল দুই হাজারের বেশি৷
Dive Deep into the Pixelated Realm: Where Legends Are Forged! Lucky Cola
Unleash your skills in our competitive online games! Lucky Cola