পাকিস্তানকে জিতিয়ে পুরস্কার পাচ্ছেন ফখর
বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে গতকাল (শনিবার) নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ফখর জামানের ৬৩ বলে সেঞ্চুরিতে বৃষ্টি আইনে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। জয়ের এমন অবদানে ফখরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরস্কার ঘোষণা করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার বলছে, ফখরকে ফোনকলে পুরস্কারের কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। পিসিবি ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফকরকে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪ লাখ টাকা) অর্থ পুরস্কার দেওয়া হবে। পিসিবি নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
টেলিফোনে ফখরের সঙ্গে আলাপকালে তাকে ও পুরো পাকিস্তান দলকে শুভকামনাও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। আগামী ম্যাচেও দলের কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশা করছেন। প্রথম পর্বে পাকিস্তানের শেষ ম্যাচ আগামী শনিবার ইংল্যান্ডের বিপক্ষে।