পাকিস্তানের ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করলো আইএমএফ
পাকিস্তানে চলমান আর্থিক সংকটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য একটি দরজা খোলা রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আবেদন করেছিল দেশটির সরকার। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি। খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা এএনআই।
এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) অর্থপূর্ণ জবাবদিহিতার বিষয়ে একমত নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কেন্দ্রীয় ব্যাংকের মুনাফাও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কাছে ১০০ শতাংশ হস্তান্তর করা হবে না। এক্ষেত্রে যতক্ষণ না স্টেট ব্যাংক অব পাকিস্তান তাদের আর্থিক দায়গুলো কাভার না করে ততক্ষণ পর্যন্ত এটা বজায় থাকবে।
রিপোর্ট অনুসারে, কাঙ্খিত কাভার না পাওয়া পর্যন্ত স্টেট ব্যাংকের মুনাফার অন্তত ২০ শতাংশ এখন কেন্দ্রীয় ব্যাংকের কোষাগারে থাকবে। আইএমএফ পাকিস্তান সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ, তারা দেশটিকে এক অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশের সমান ঋণ নেওয়ার অনুমতি দেবে।