পাকিস্তানের নতুন কোচ আজহার

Share Now..

নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশটির সাবেক ক্রিকেটার আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। ১৮, ২০ ও ২১ এপ্রিল ম্যাচগুলো হবে রাওয়ালপিণ্ডিতে। লাহোরে শেষ দুই টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ এপ্রিল।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আজহার মাহমুদকে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রধান কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজহার পাকিস্তানের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২ হাজার ৪২১ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৬২টি।

এছাড়া সাবেক পেসার ওয়াহাব রিয়াজ দলের সিনিয়র টিম ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া, সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচ ও বোলিং কোচ হিসেবে সাঈদ আজমল নিয়োগ পেয়েছেন। 

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর মিকি আর্থারকে বাদ দেয় পিসিবি। অধিনায়ক বাবর আজম নিজে থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে শাহীন শাহ আফ্রিদিকে সাদা বলের ক্রিকেটে এবং শান মাসুদকে লাল বলের ক্রিকেটে অধিনায়ক করা হয়। মোহাম্মদ হাফিজ হন টিম ডিরেক্টর। কিন্তু, পিসিবির চেয়ারম্যান হিসেবে মহসিন নাকভি নিয়োগ পাওয়ার পর পুনরায় বদল এনেছেন। সাদা বলে অধিনায়ক হিসেবে বাবরকে ফিরিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *