পাকিস্তানের নতুন স্পিকার পিএমএল-এনের আয়াজ সাদিক

Share Now..

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) দলের প্রার্থী সরদার আয়াজ সাদিক। ২৯১ ভোটের মধ্যে ১৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ বলেন, মোট ২৯১টি ভোট পড়েছে, যার মধ্যে একটি ‘অবৈধ’ এবং বাকিগুলো ‘বৈধ’।

এরপর তিনি ঘোষণা করেন, সাদিক ১৯৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পিটিআই-সমর্থিত আমির দোগার পেয়েছেন ৯১ ভোট।

এদিকে শুক্রবার সকালে পাকিস্তানের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সংসদে অধিবেশন বসে। অধিবেশনে শুরুতে পিটিআই নেতা ওমর আইয়ুব বক্তব্য শুরু করেন। এ সময় তিনি পিএমএল-এনকে ‘চোর’ আখ্যা দেন। এ নিয়ে সংসদে শুরু হয় হট্টগোল।

হট্টগোলের সঙ্গে সঙ্গে স্পিকার রাজা পারভেজ আশরাফ ওমর আয়ুবকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনো সমাবেশ নয়… অভিযোগ থাকলে আপনি নির্বাচন কমিশন বা আদালতে যেতে পারেন। এরপর স্পিকার অধিবেশনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় জাতীয় পরিষদে হট্টগোল শুরু হয়।

স্পিকার নির্বাচনের অধিবেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করলে ‘চোর’ এবং না-মঞ্জুর (অগ্রহণযোগ্য) ধ্বনি শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *