পাকিস্তানে ট্রেনে পুলিশের হাতে নির্যাতিত নারীর মৃতদেহ উদ্ধার
পাকিস্তানে একটি চলন্ত ট্রেনে পুলিশ সদস্য মীর হাসানের নির্যাতনের শিকার এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির বাহাওয়ালপুরের চানি গোথ নামক রেলওয়ে স্টেশনের কাছে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ জানিয়েছে। খবর জিও নিউজের।
পুলিশ সদস্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায় নারীর চুল ধরে তাকে একাধিকবার আঘাত করছে অভিযুক্ত পুলিশ সদস্য। অন্যান্য যাত্রীরা ঘটনাটি চুপচাপ দেখছিল।
রেলওয়ের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আবদুল্লাহ শেখ বলেছেন, ঘটনাটি ৭ এপ্রিল করাচি থেকে লালা মুসাগামী মিল্লাত এক্সপ্রেসে ঘটেছিল।
ফয়সালাবাদের জরানওয়ালার বাসিন্দা ওই মহিলার নাম মরিয়ম বিবি।
নিহতের ভাই আফজাল জানান, তার বোন করাচির একটি বিউটি পার্লারে কাজ করত এবং সে ঈদুল ফিতর পালনের জন্য জরানওয়ালায় আসছিল।
আফজাল জানান, মরিয়ম ৭ এপ্রিল মিল্লাত এক্সপ্রেসে করাচি ত্যাগ করেন। বাহাওয়ালপুর পুলিশ মরিয়মের মৃত্যুর খবর তার পরিবারকে জানায়। বলা হয়েছে তিনি ট্রেন থেকে পড়ে গেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা তাকে ট্রেন দুর্ঘটনা ভেবে ৯ এপ্রিল গ্রামে কবর দিয়েছিলাম। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনার পিছনের সত্যতা এবং আমার বোনের ওপর সহিংসতা সামনে আসে।’
আফজাল অভিযোগ করেন যে পুলিশ সদস্য তার বোনকে নির্যাতন করে হত্যা করে এবং তার লাশ রেললাইনে ফেলে দেয়। তারা পুলিশকে মামলা নেওয়ার অনুরোধ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, তার সঙ্গে ট্রেনে থাকা নারীর ভাতিজা জানান, তার ফুফু জোরে আবৃত্তি করছিলেন। এতে পুলিশ আপত্তি জানায় এবং তাকে নির্যাতন শুরু করে।
এদিকে পুলিশ জানিয়েছে, মরিয়ম বিবির ময়নাতদন্ত তহসিল সদর হাসপাতাল আহমেদপুরে করা হয়েছে। তারা রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।