পাকিস্তানে পানি সংকট: এক ইঞ্চিও ছাড় দিতে রাজি নয় পাঞ্জাব-সিন্ধু
তীব্র পানি সংকটে ভুগছে পাকিস্তান। এর মধ্যে দেশটির প্রধান দুই প্রদেশ তাদের ব্যারেজে নদীর পানি প্রবাহের ইস্যুতে এক ইঞ্চিও ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তৌনসা এবং গুড্ডুতে ওয়াপদার ইন্টারন্যাশনাল সেডিমেন্টেশন রিসার্চ ইনস্টিটিউটের (আইএসআরআইপি) সাম্প্রতিক প্রবাহ পরিমাপ সত্ত্বেও প্রদেশ দুইটি রাজি হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধু কর্মকর্তারা পাঞ্জাবের তাদের প্রতিপক্ষকে অভিযুক্ত করেছেন যে তারা আইএসআরআইপির স্বাধীন মূল্যায়নে রাজি নয়।
অন্যদিকে পাঞ্জাবের কর্মকর্তারা গুড্ডুতে একটি অনিয়মিত স্থান বেছে নেওয়ার জন্য এবং ব্যারেজে ‘অনিয়ম-নিয়ন্ত্রণ’ করার জন্য দায়ী করেছেন।
পানি সম্পদ সম্পর্কিত জাতীয় পরিষদের এর স্থায়ী কমিটির এক কমিটির পরিদর্শনের সময় সিন্ধু গুড্ডু এবং তৌনসার পানিপ্রবাহের পরিমাপের সঙ্গে একমত হয়েছে বলে জানা যায়।