পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ

Share Now..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশায়ার শহরের ওয়ারসাক রোডের পির বালা অঞ্চলে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। দেশটির স্থানীয় পুলিশ শুক্রবার (১৬ আগস্ট) জিও নিউজকে এসব তথ্য জানান। 

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ হয়েছে। ওয়ারশাক রোডের এসপি আরশাদ খান বলেছেন, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বিস্ফোরণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি আরও বলেছেন, সিমেন্ট ব্লকে বিস্ফোরক রাখা হয়েছিল। এরপর রিমোট কন্ট্রোল দিয়ে তা বিস্ফোরণ ঘটনো হয়। আহত চারজনকে হাসপাতালাতে নিয়ে যাওয়া হয়েছে। 

দেশটিতে সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।  সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *