পাকিস্তান দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য কার্স্টেনের 

Share Now..

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিলো পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পি। অবশেষে সেই গুঞ্জন সত্যি করে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হিসেবে কার্স্টেন ও লাল বলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গিলেস্পি। এছাড়া সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেন।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দায়িত্বে দেখা যাবে কার্স্টেনকে।  নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘ক্রিকেটের সৌন্দর্যের একটা সুন্দর দিক হলো সার্বজনীনতা। আমার লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সাদা বলের পুরুষ দলকে ঐক্যবদ্ধ করা। একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদের প্রতিভাকে এক করে কাজে লাগাতে চাইব।’

তিনি আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের পুরুষ দলকে কোচিং করানোর দায়িত্ব পাওয়া দারুণ এক সম্মান। এরমধ্যে দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফিরছি। আমি সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছি। পাকিস্তানের পুরুষ দলকে সাদা বলের ক্রিকেটে ইতিবাচকভাবে অবদান রাখাই লক্ষ্য আমার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *