‘পাখি’ নিয়ে হাজির বিপ্লব!

Share Now..

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রমিথিউস ব্যান্ডের সদস্য বিপ্লব। এই সময়টায় পরিবার ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। অন্য পেশায় নিয়োজিত থাকলেও যখনই সময় পেয়েছেন, গান লেখা, গিটার হাতে গানের প্র্যাকটিস করায় নিজেকে ব্যস্ত রাখন। এবার নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন বিপ্লব।

‘পাখি’ শিরোনামে আসছে তার নতুন গান। গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী ও বিপ্লব। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিপ্লব।

বিপ্লব গণমাধ্যমকে জানান, ‘পাখি’ মেলোডি ধাঁচের রক গান। আধুনিক এই গানের সঙ্গে অর্কেস্টেশনে কম্পোজিশন করার চেষ্টা করেছি। দুই দেশের তিন শহর থেকে গানটি তৈরি হয়েছে। ফ্লোরিডা থেকে লেখা, নিউইয়র্ক থেকে সুর–সংগীত তৈরি ও কণ্ঠ দেওয়া এবং ঢাকা থেকে গিটার ও কিবোর্ড বাজানো হয়। আর সবই সম্ভব হয়েছে বিশ্ব ডিজিটালাইজড হওয়ার কারণে। ঘণ্টার পর ঘণ্টা নিউইয়র্ক টু ঢাকা ফেসটাইমে কথা বলে গানের কারেকশনগুলো করেছি। আমাদের সবার পরিশ্রম শেষে ‘পাখি’ এখন খাঁচা ভেঙে ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানান দিয়েছেন বিপ্লব। নিজের পেজে কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘গানটি অডিও আকারে প্রকাশ পেয়েছে। তবে মিউজিক ভিডিওর জন্য অপেক্ষা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *