পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন শনাক্ত করেছে বিএসএফ
Share Now..
ভারত-পাকিস্তান সীমান্তের পাঞ্জাব সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন শনাক্ত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পাঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানকে ড্রোনটি দেখা যায় শুক্রবার (১৮ জুন)। বিএসএফ গুলি চালালে ড্রোনটি ফিরে যায়। এসব জানিয়েছে বিগনিউজ নেটওয়ার্ক।
প্রতিবেদনে বলা হয়, সেদিন আনুমানিক বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। আবাদ বিওপি এলাকা থেকে ড্রোনটি লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। তারা আরও জানিয়েছে, এলাকায় একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
The ultimate online gaming experience – play now Lucky Cola