পানামায় সড়ক দুর্ঘটনায় ৩৯ অভিবাসন-প্রত্যাশী নিহত
পানামায় অভিবাসন-প্রত্যাশীদের বহন করা একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্য আমেরিকার দেশটির ইতিহাসে কোনো দুর্ঘটনায় অভিবাসন-প্রত্যাশীদের মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা এটি।
পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬৬ জনের অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছেন। ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
পানামার প্রেসিডেন্ট লরেন্টিনো কর্টিজো এক টুইটে বলেছেন, “সরকার দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে এবং অনিয়মিত অভিবাসন-প্রত্যাশীদের মানবিক ত্রাণ সহায়তা দেওয়া ও ভালো পরিবেশে রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করছে।”
আহত প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পানামার সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ। পানামার অভিবাসন কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা প্রকাশ করেনি। তারা বলেছে, হতাহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসগুলোর সঙ্গে প্রথমে যোগাযোগ করা হবে।