পানি ভেবে এসিড পান, যুবকের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে পানি ভেবে এসিড পান করে শুভজিৎ গাঙ্গুলী (৩০) নামে এক যুবক মারা গেছেন।রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় মহেশপুর বাজারে নিজ জুয়েলারী দোকানে এসিড পান করে গাঙ্গুলী। পরে রাতে সে মারা যায়। নিহত শুভজিৎ গাঙ্গুলী মহেশপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সন্তোষ গাঙ্গুলীর ছেলে।
জুয়েলারী মালিক সমিতির সভাপতি বনমালি কর্মকার জানান, নিজ দোকানে হাতের বালার নকশার কাজ করার সময় পাশে থাকা পানির বোতলে (পটাশিয়াম) স্বর্ণ গলানো এসিড পানি ভেবে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে মহেশপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিতে বলা হয়। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শুভজিৎ গাঙ্গুলীকে মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Master the game, rule the competition Lucky Cola