পারমাণবিক কর্মসূচি ‘সীমাহীন সম্প্রসারণ’ করতে বললেন কিম

Share Now..

মার্কিন নেতৃত্বাধীন হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার সামরিক শিল্পকে পারমাণবিক কর্মসূচির ‘সীমাহীন সম্প্রসারণের’ আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু প্রতিরোধ কৌশল হালনাগাদ করা এবং জাপানকে নিয়ে ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের নিন্দাও জানান তিনি। একইভাবে দীর্ঘদিন ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন কিম।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে এবং মার্কিন সামরিক প্রভাবের পরিধি বাড়াতে ইউক্রেনকে তাদের ‘শক ট্রুপস’ হিসেবে ব্যবহার করছে। কিম সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক অগ্রাধিকার দিয়েছেন। ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ধারণা গ্রহণ করে তিনি পশ্চিমের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের বৃহত্তর দ্বন্দ্বে ঐক্যবদ্ধ ফ্রন্ট প্রদর্শন করেছেন।

One thought on “পারমাণবিক কর্মসূচি ‘সীমাহীন সম্প্রসারণ’ করতে বললেন কিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *