পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়াকে তাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জেলেনস্কির

Share Now..


রাশিয়ান বাহিনীর দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র ছেড়ে যেতে বাধ্য করার জন্য ‘অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া সম্প্রতি এই এলাকা থেকে আশপাশে হামলা জোরদার করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।বৃহস্পতিবার (১১ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেছেন, ‘জাপোরিঝিয়া থেকে দখলদারদের তাড়াতে সমগ্র বিশ্বকে অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে হবে।’ ‘শুধুমাত্র রাশিয়ানদের সম্পূর্ণ প্রত্যাহার সমগ্র ইউরোপের জন্য পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করবে’ উল্লেখ করে তিনি ‘রাশিয়ান পারমাণবিক ব্ল্যাকমেল’ এর নিন্দা করেন।গত ২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণ শুরু করার পরপরই মার্চ মাস থেকে রাশিয়ান সৈন্যরা দক্ষিণ ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রটি দখল করে রেখেছে। এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে প্ল্যান্টের কাছে নতুন গোলাগুলির জন্য অভিযুক্ত করেছে, তবে তাদের দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *