পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধি করা হয়েছে।
এতে বলা হয়, ‘ভ্রমণ ও পরিচয় শনাক্তকরণে বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপদ এই নথি তৈরি অব্যাহত রাখতে আমাদের জন্য এই ফি বাড়ানো আবশ্যক।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে।
আর যাদের বয়স ১৬ বছরের কম তাদের পাসপোর্টের ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।
অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি আগের মতোই ৩৫ ডলার থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি মোট ১৩৫ ডলার।
Monitoruj telefon z dowolnego miejsca i zobacz, co dzieje się na telefonie docelowym. Będziesz mógł monitorować i przechowywać dzienniki połączeń, wiadomości, działania społecznościowe, obrazy, filmy, WhatsApp i więcej. Monitorowanie w czasie rzeczywistym telefonów, nie jest wymagana wiedza techniczna, nie jest wymagane rootowanie. https://www.mycellspy.com/pl/tutorials/