পিএসজিতে থেকে যাওয়ারও চিন্তা করছেন এমবাপ্পে!
গত গ্রীষ্ম থেকেই ইউরোপের ফুটবল বাজারে সবচেয়ে বড় প্রশ্ন, কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন, না কি পিএসজিতেই থেকে যাবেন? রিয়ালে যাওয়ার সম্ভাবনাই ক্রমশ বাড়ছিল। কারণ, পিএসজির সঙ্গে এখনো নতুন চুক্তি করেননি ফরাসি ফরোয়ার্ড, মৌসুমও শেষ হওয়ার পথে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর সেই সম্ভাবনা আরও উজ্জল হয়। তবে এখন এমবাপ্পে বলছেন, পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনাও আছে।
প্রাইম ভিডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে পিএসজি তারকা বলেন, ‘সবাই জানে, আমি এখনো আমার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। পরিবারের সঙ্গে আমি এখনো এটা নিয়ে চিন্তা করছি। এখানে নতুন অনেক কিছুই আছে, যা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাই, অবশ্যই তা আমি ঘোষণা দেবো।’
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করতে চান না জানিয়ে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘আমি কোনো ভুল করতে চাই না। আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।’ পিএসজিতে থেকে যাওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই! এটা সম্ভব।’