পুতিনকে নিয়ে মন্তব্য, চাকরি খোয়ালেন জার্মান নৌ প্রধান

Share Now..

পদত্যাগ করেছেন জার্মান নৌবাহিনীর প্রধান কে-আচিম শোয়েনবাখ। ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হন জার্মান এই নৌবাহিনীর প্রধান। রবিবার (২৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ভারতের ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি থিঙ্ক-ট্যাঙ্কের আলোচনা সভায় বক্তৃতা দেন কে-আচিম শোয়েনবাখ। সেখানে তিনি ইউক্রেনে রাশিয়া আক্রমণ করবে এমন ধারণাকে ‘ননসেন্স’ বলেন।

শোয়েনবাখ আরও বলেছিলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু সম্মানটুকু চান। তার চাওয়া অনুযায়ী তাকে সম্মান দেওয়াটা সহজ এবং সম্ভবত তিনি সেটি পাওয়ার যোগ্যও। তার এই বক্তব্যের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়।

এ নিয়ে শনিবার শোয়েনবাখ বলেন, নিজের বক্তব্য নিয়ে ‘আরও ক্ষতি এড়ানোর জন্য’ তিনি পদত্যাগ করেছেন। এটি শিগ্‌গিরই কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *