পুতিনকে শান্ত থাকতে বললো চীন
Share Now..
গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। পুতিনের এই নির্দেশের পর ইউক্রেন ও রাশিয়াকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।
আরও উত্তেজনা এড়াতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েববন এই আহ্বান জানান। নিয়মিত দৈনিক সংবাদ সম্মেলনে এমন বক্তব্য রাখেন ওয়াং।
এ সময় তিনি, সকল দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে চীনের দৃষ্টিভঙ্গির কথা পুনরাবৃত্তি করেন।
এর আগে চীন ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগের কথা জানায়।
এদিকে, ইউক্রেনে পঞ্চম দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই দেশের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।